-১
একটা ছেলে হঠাৎ দাড়ি রাখলো।
তার বন্ধুরা জিজ্ঞেস করতে শুরু করলো-
ওসামা বিন লাদেন হইছস?
আল কায়েদার সদস্য হইছস?
চরমপন্থী হইছস?
সে বললো, না। এসবের কিছুই না। কেবল রাসূল (সা) এর সুন্নাহ অনুসরণে দাড়ি রেখেছি।
তখন অনেকেই তাকে এড়িয়ে চলতে শুরু করলো এবং সে ধীরে ধীরে হয়ে উঠলো একজন অদ্ভুত, অপরিচিত ব্যক্তি।
-২
একটা মেয়ে বেপর্দা ছিলো,
ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতো,
পারফিউম ব্যবহার করে রাস্তায় বেড় হতো,
কুফফার পরিবেশে চাকরি করতো...
হঠাৎ একদিন ভোর বেলায় ঘুম থেকে উঠে-
নিকাব পরিধান করলো,
পুরুষের সাথে উঠা-বসা বন্ধ করলো,
নিজেকে পারফিউম ব্যবহার করে চলাচল থেকে বিরত রাখলো।
তার স্বামী তাকে জিজ্ঞেস করলো- হঠাৎ করে এমন পরিবর্তন কেন?
সে বললো- গতরাতে আমি কুরআনের কিছু আয়াত পড়েছি এবং কিছু হাদীস পড়েছি। যেগুলো আমাকে আমার দ্বীন সম্পর্কে সচেতন হতে সাহায্য করেছে। তাই আমি নিজেকে পরিবর্তন করতে চাচ্ছি ।
তখন ঐ মেয়ের স্বামী বললো- আমি তোমার মতো চরমপন্থীর সাথে আর থাকতে চাই না।
অর্থাৎ মেয়েটি এখন একা, অদ্ভুত, অপরিচিত।
তবে তার জন্য অপেক্ষা করছে আরেকজন অদ্ভুত, অপরিচিত লোক (ইন শা আল্লাহ) । যাদের উভয়কে আল্লাহ ভালোবাসেন।
আর আল্লাহর সাহায্য তাদের জন্যই যারা অনেকের মধ্যে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আলাদা করতে পেরেছে, পৃথিবীতে অপরিচিত হতে পেরেছে এবং মানুষ তাদেরকে অদ্ভুত (stranger) মনে করছে। কারণ ইসলাম শুরু হয়েছে তাদের মতো একটি দল নিয়ে, আবার শেষ হবে ঠিক এরকম একটি দল নিয়েই।
--------------
* অপরিচিত = সমাজে পরিচিত বিভিন্ন ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে আলাদা।
* অদ্ভুত = কুসংস্কার ও অনৈতিক কার্যকলাপে আচ্ছন্ন সমাজের চোখে ভিন্নতা।
শাইখ 'খালিদ ইয়াসিন' এর 'The Stranger' লেকচার থেকে 'আস-সিরাত মিশন' টিম কর্তৃক অনুবাদকৃত।
আল্লাহ আমাদের মাফ করুন
ReplyDeletePost a Comment