পাঁচটি উপদেশ

আলী (রাদিয়াল্লাহু আনহুর) পাঁচ উপদেশ:


১. মানুষ যেন গুণাহ ছাড়া অন্য কোন ব্যক্তি বা বস্তুকে ভয় না করে।

২. আল্লাহ্ ছাড়া অন্য কারোর নিকট আশা আকাঙ্ক্ষা না করে।

৩. যার ইলম নেই সে যেন ইলম শিক্ষা করতে লজ্জা না করে।

৪. যদি কোন আলিমকে মাসআলা বিষয়ে জিজ্ঞেস করা হয় যা তার অজানা, তাহলে সে যেন 'আল্লাহ্ অধিক জানেন' উক্তি করতে কুণ্ঠিত না হয়।

৫. আমল কবুল হওয়ার প্রতি খুব লক্ষ্য রাখো, কেননা আল্লাহভীরুতা ছাড়া আমল কবুল হয় না।


- [আশারায়ে মুবাশশারাহ]




আরো পড়ুন:



Related searches: উপদেশ মেসেজ, ভালবাসার উপদেশ, উপদেশ উক্তি, উপদেশ অর্থ।

Post a Comment

Previous Post Next Post