আর কতো ??

- ক্লাস ফাইভে যখন , এইটাই পড়াশোনার বেসিক, ভাল করে পড়তে হবে।

- ক্লাস এইট , এইটা কিন্তু নাইন টেনের চাইতে কঠিন ,ভাল করতে হবে।

- এস এস সি , লাইফের প্রথম পাবলিক পরীক্ষা (এখন প্রথম না হলেও আবেদনটা এখনও আছে) লোকজন সবাই তোর দিকে তাকাই আছে।

- এইচ এস সি, এইটা লাইফের মোড় ঘুরিয়ে দিবে, তাই নিজের সম্মান ধরে রাখতেই বুঝতেই পারছিস।

- ভার্সিটি ভর্তি, এ প্লাস বড় কথা না, কথা হইল কোন ভাসিটি তে পড়ছ।

- বি এস সি (বা সমমান ), এটার উপরেই ত হাইআর স্টাডিজ ,স্কলারশীপ(!)। মাঝামাঝিতে এসে, কী পড়াশোনা করেছ এইটার চাইতে ক্যারিয়ার কিভাবে সাজাইছ এইটা বড় কথা।

- শেষ বিকালে । সমাজে তুমি প্রতিষ্ঠিত, দেশ দশের চেনা লাগবে তো।

এইটার শেষ কোথায়?

আল্লাহ্ সুবহানওয়া তা'আলা বলেন:
"প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।" [সূরা তাকাসূর, ১০২: ১-২]


- লিখেছেন: আব্দুল্লাহ জুবায়ের

Post a Comment

Previous Post Next Post