কিছু নামাজী আছে, যাদের নামাজ আল্লাহ্ তা'আলা কবুল করেন না। ঐসব নামাজীদের পরিচয় নিম্নরূপ:
১. পলাতক ক্রীতদাস,
২. এমন স্ত্রী, যার স্বামী তার উপর রাগ করে আছে,
৩. এমন ইমাম, যার ইমামতী অধিকাংশ লোকে পছন্দ করে না।
রাসূলুল্লাহ (সা:) বলেন, তিন ব্যক্তির নামাজ তাদের কান অতিক্রম করে না; পলাতক ক্রীতদাস, যতক্ষণ না সে ফিরে এসেছে, এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাত্রিযাপন করেছে এবং সেই সম্প্রদায়ের ইমাম, যাকে লোকে অপছন্দ করে। (তিরমিযী, হাকেম, সিলসিলাহ সহীহা)
৪. এমন লোক, যে কোন গণকের কাছে ভাগ্য ও ভবিষ্যত জানার আশায় গণককে 'ইলমে গায়েবর মালিক' মনে করে হাত দেখায়। (সহীহুল মুসলিম)
৫. নেশাগ্রস্ত (শারাবী, মদ্যপায়ী)।
রাসূল (সা:) বলেন, "আমার উম্মতের যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ্ তার ৪০ দিন নামাজ কবুল করবেন না।" (নাসাঈ)
৬. এমন নামাজী, যে নামাজ পড়ে কিন্তু নামাজে চুরি করে। অর্থাৎ ঠিকমতো রূকু-সিজদাহ করে না।
৭. এমন ব্যক্তি, যে আজান শুনেও বিনা ওজুরে মসজিদের জামাতে শরীক হয় না।
৮. এমন মহিলা, যে আতর বা সুগন্ধি মেখে মসজিদের উদ্দেশ্যে বের হয়।
৯. পিতা-মাতার অবাধ্য সন্তান।
১০. দান করে খোটাদানকারী ব্যক্তি।
১১. তাকদীর (ভাগ্য) অস্বীকারকারী।
আল্লাহ্ যেন আমাদেরকে উপরোক্ত শ্রেণীর নামাজীদের মধ্যে অন্তর্ভুক্ত না করেন, আমীন।
- হোম
- জীবনী
- _রাসূল (সা) এর জীবন থেকে
- _সাহাবীদের (রা) জীবন থেকে
- কুরআন ও হাদীস
- _বিষয়ভিত্তিক কুরআন
- _বিষয়ভিত্তিক হাদীস
- _নির্বাচিত ১০০ হাদীস
- _কিছু গুরুত্বপূর্ণ আয়াত
- গুরুত্বপূর্ণ আমল
- _দোয়া ও যিকির
- _কুরআন থেকে ৪০ টি দুআ
- _দৈনন্দিন জীবনে সুন্নাত
- ইসলামিক উক্তি
- _সেরা ১০০ টি ইসলামিক উক্তি
- _ড. বিলাল ফিলিপ্স এর উক্তি
- _মুসলিম মনীষীদের উক্তি
- বোনদের জন্য
- _পর্দা
- _মহিলাদের মজলিস
- _বিভিন্ন মাসায়েল
- ইসলামিক বই
- _ইসলামিক বই পরিচিতি
- _ইসলামিক বই ডাউনলোড
- _প্রিয় বইগুলো
- ইসলামিক প্রশ্নোত্তর
- _গুরুত্বপূর্ণ মাসায়েল
- _প্রশ্নোত্তরে ইসলাম
- বিবিধ বিষয়
- _ইমাম নববীর ৪০ হাদীস
- _ইসলামে সম্পত্তি বন্টণ
- _বাচ্চাদের ইসলামিক নাম
- _ইসলামিক পিকচার
2 মন্তব্যসমূহ
আমীন
উত্তরমুছুনআমিন
উত্তরমুছুন