ওযু নষ্ট হওয়ার কারণসমূহ

পবিত্রতা অর্জনে প্রত্যেক মুসলিমের জন্য ওযু জরুরী। তাই এই ওযু নষ্ট হওয়ার কারণসমূহ আমাদের জেনে রাখা প্রয়োজন। নিম্নে ওযু নষ্ট হওয়ার কারণসমূহ উল্লেখ করা হল:

১. পেশাব ও পায়খানার রাস্তা দিয়ে কিছু (পেশাব, পায়খানা, বীর্য, মযী, হাওয়া, রক্ত, কৃমি, পাথর প্রভৃতি) বের হলে ওযু ভেঙ্গে যায়। তদনুরূপ দেহের অন্যান্য অঙ্গ থেকে (যেমন অপারেশন করে পেট থেকে পাইপের মাধ্যম) অপবিত্র (বিশেষ করে পেশাব-পায়খানা) বের হলেও ওযু নষ্ট হয়ে যাবে।

২. যাতে গোসল ওয়াজিব হয়, তাতে ওযু নষ্ট হয়।

৩. কোন প্রকার বেহুশ বা জ্ঞানশূন্য হলে ওযু নষ্ট হয়।

৪. গাঢ়ভাবে ঘুমিয়ে পড়লে ওযু ভাঙ্গে।

৫. পেশাব অথবা পায়খানা দ্বার সরাসরি স্পর্শ করলে ওযু নষ্ট হয় (কাপড়ের উপর থেকে স্পর্শ হলে ওযু নষ্ট হয় না)। (সহীহুল জামে)

৬. উঁটের গোশত (কলিজা, ভুঁড়ি) খেলে ওযু ভেঙ্গে যায়। (সহীহ মুসলিম)

সুতরাং উপরোক্ত পরিস্থিতিতে আমাদেরকে পুনরায় ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে।


বই: স্বালাতে মুবাশশির
লেখক: আব্দুল হামিদ ফাইযী

Post a Comment

Previous Post Next Post