আলহামদুলিল্লাহ্,
আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেখানে থাকবে যুগ যুগ ধরে চলে আসা কিছু উত্তম ঔষধের কথা। আর তা আমাদের জন্য জেনে রাখা অত্যাবশ্যকও বটে। কারণ তা নবী মুহাম্মদ (সা.) কর্তৃক সার্টিফাই করা।
নবী মুহাম্মদ সা. যে খাবারগুলো ঔষুধ হিসেবে চিহ্নিত করে গেছেন তা প্রফেটিক মেডিসিন কিংবা ইসলামিক মেডিসিন নামেই বেশি পরিচিত। এগুলো হল-
১. কালোজিরা
২. মধু
৩. তালবিনা
৪. মাশরুম
৫. ভিনেগার ইত্যাদি।
এছাড়াও আরো একটি চিকিৎসা পদ্ধতি রয়েছে বা বর্তমান যুগের ডাক্তারদের নিকটও খুব জনপ্রিয়। আর তা হলো হিজামা বা কাপিং থেরাপি।
হিজামা বা কাপিং থেরাপি ইসলামী চিকিৎসা পদ্ধতি এটা আপনি কোথায় পেয়েছেন ভাই? সুক্ষভাবে ইসলামের ক্ষতি করছেন নাতো আপনারা?
ReplyDeletePost a Comment