জান্নাতী হুর কেমন হবে?

'জান্নাতী হুর' জান্নাতবাসীদের জন্য আল্লাহ্ সুবাহানহুয়া তা'আলার পক্ষ হতে এক বিশেষ নিয়ামত। আর তা কত বড় নিয়ামত তা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে ও হাদীসে রসূল (সা:) হতে বর্ণিত হয়েছে। আর তা সংক্ষিপ্তভাবে নিচে উল্লেখ করা হল-

আল্লাহ্ সুবহানওয়া তা'আলা আরো বলেন-

'আর হে নবী (সাঃ), যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোন ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এতো অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুতঃ তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে। এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিনী রমণীকূল থাকবে। আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে।' -[সূরা বাকারাহ, আয়াত: ২৫]

আল্লাহ্ তা'আলা আরো বলেন-

জান্নাতবাসীদের জন্য রয়েছে, 'সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী'। -[সূরা আন-নাবা, আয়াত: ৩৩]

'সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ। অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?' -[সূরা আর রহমান, আয়াত: ৭০-৭১]

আনাস (রা:) বর্ণনা করেন যে, রসূলুল্লাহ্ (সা:) বলেন, যদি জান্নাতের একজন রমণী পৃথিবীতে ক্ষণিকের জন্য দৃষ্টি দেয়, তাহলে সে পৃথিবীর পুরো আবহাওয়াকে সুগন্ধির ঘ্রাণে ভরে দিবে। তার মাথার মুকুট দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে তার চেয়ে মূল্যবান। -[তাবারানী]

আবু হুরায়রা (রা:) বর্ণনা করেন যে, রসূলুল্লাহ্ (সা:) কে জিজ্ঞেস করা হলো, জান্নাতে কি আমাদের স্ত্রীদের সাথে যৌনমিলন হবে? তিনি উত্তরে বলেন, একজন জান্নাতী এক সকালে ১০০ কুমারী তরুণীর সাথে যৌনসঙ্গম করবেন। -[তাবারানী, বাযযার]

আবু হুরায়রা (রা:) বর্ণনা করেন যে, রসূলুল্লাহ্ (সা:) কে জিজ্ঞেস করা হলো, 'জান্নাতে কি আমাদের জন্য যৌনমিলন থাকবে?' তিনি বললেন, যার হাতে আমার জীবন তার শপথ নিয়ে বলছি যে, হ্যাঁ, জোরালো ধাক্কার (সাথে যৌনসঙ্গম হবে)। যখন আমাদের একজন জান্নাতে তার স্ত্রী সাথে রতিক্রিয়া শেষ করবে, সে (স্ত্রী) পুনরায় কুমারী এবং পবিত্র রমণী হয়ে যাবে। -[ইবনে হিব্বান]

আল্লাহু আকবার! এই বিশেষ নিয়ামতটি পাওয়া অনেক সৌভাগ্যের বিষয়। আল্লাহ্ আমাদেরকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন। আমীন।


প্রাসঙ্গিক বিষয়:

2 Comments

  1. অনেক সুন্দর লাগ,,, এই website আমার খুব ভালো লাগে।।

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post