ড. বিলাল ফিলিপ্স এর শিক্ষামূলক কিছু উক্তি (পর্ব-৪)

ড. বিলাল ফিলিপ্স এর অফিসিয়াল ফেইসবুক পেইজ হতে নির্বাচিত কিছু শিক্ষামূলক উক্তি:

১/ আপনার যে জীবনটাকে আপনি ঘৃণা করছেন, অনেকেই সেটার স্বপ্ন দেখছে।

২/ পেছনে ফেলে আসা হাজারটা হতাশা মিলেও এইমূহর্তে (বর্তমানে) ভালো একটি কাজের সমান হবে না। তাই অতীতকে নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমানকে নিয়ে এগিয়ে যান।

৩/ একজন মানুষ যখন বুঝতে পারেন তার জীবনে আল্লাহর রাহমাতের সংখ্যা এতই বেশি যে তা গুণে শেষ করা সম্ভব নয়, তখন তার কাছে দুনিয়ার জীবনের পরীক্ষাগুলোকে আল্লাহর নি’আমাতের সমুদ্রের তুলনায় বৃষ্টির ফোঁটার মতন মনে হয় এবং ধৈর্যধারণ (সবর) করা তখন তার জন্য সহজ হয়ে যায়।

৪/ আল্লাহ্ সুবাহানহুয়া তা'আলা আমাদের জন্য কখনোই কোন অল্টারনেটিভ অপশন কিংবা দ্বিতীয় পছন্দ নয়। বরং তিনিই আমাদের প্রথম ও শেষ ভরসা।

৫/ আপনার পাপের পরিমাণ যতই বেশি হোক না কেন, আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা এর চেয়ে অনেক বেশি। তাই এখনই ঘুরে দাঁড়ান।

৬/ কোরআনের আয়াতকে তাবিজ হিসেবে পরিধান করা যেন সেই অসুস্থ ব্যাক্তির উদাহারণ, যাকে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছেন, কিন্তু তা পড়ে ওষুধ সেবন করার পরিবর্তে সে প্রেসক্রিপশনটিকে গুটিয়ে বলের মত বানিয়ে ছোট্ট থলেতে ভরে গলায় ঝুলিয়ে রাখল এ বিশ্বাসে যে এতেই সে সুস্থ হয়ে যাবে।

৭/ আল্লাহর স্মরণে আপনার কপালটা মাটিতে রেখে (অর্থাৎ সিজদানবত হয়ে) আপনার দুঃখগুলো নিমিষেই দূরে সরিয়ে দিতে পারেন।

৮/ আল্লাহ্ তা'আলার নিকট দু'আ করুন এবং উত্তর পেতে আত্মবিশ্বাস রাখুন।

৯/ আল্লাহ্ সুবাহানহুয়া তা'আলা আপনার ইচ্ছাপোষণ সম্পর্কে এতটাই অবহিত আছেন যে, আপনার ঠোঁট নাড়ানোর পূর্বেই তিনি বুঝতে পারেন। তাই আপনার প্রতিটা ইচ্ছে-ই যেন হয় সুন্দর ও উত্তম।

১০/ কেবল তখনই কথা বলেন যখন আপনার নীরবতা থাকার চেয়ে কথা বলাটা উত্তম।

১১/ নিজেকে দামী পোশাকের আবারণে ঢাকার চেয়ে উত্তম চরিত্রে সজ্জিত করাই অধিক গুরুত্বপূর্ণ ও বুদ্ধিমানের কাজ।

১২/ এমন কাউকে খুঁজে নিন যে আপনার সাথে হালাল সম্পর্ক (বিয়ে) স্থাপন করতে চায়, এমন কাউকে নয় যে আপনার সাথে হারাম সম্পর্ক স্থাপন করতে চায়।

১৩/ যখন বিয়ে কঠিন হয়ে যায় তখন জিনা (ব্যাভিচারীতা) সহজ হয়ে যায়। তাই বিয়েকে যথাসাধ্য সহজ করুন।

১৪/ যে বিষয়টা আল্লাহর নিকট চাচ্ছেন, সে বিষয়টা নিয়ে কেন আপনি চিন্তিত হচ্ছেন?

১৫/ আল্লাহ্ সুবাহানহুয়া তা'আলা সবসময়ই আমাদের জন্য কোন একটি উপায় বের করে দেন, এমনকি আমরা যখন মনে করি আর কোন উপায় নেই তখনও।

১৬/ আল্লাহ্ সুবাহানহুয়া তা'আলা ব্যতীত কেউ আপনাকে সুখের সন্ধান দিতে পারবে না।

১৭/ সুখ তখনই যখন আপনি আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট।

১৮/ যখন আল্লাহ্ সুবাহানহুয়া তা'আলাই আপনার শক্তি, তখন কেউই আপনাকে ভাঙতে পারবে না।

১৯/ বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন রং এর হয়েও একই ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। আর এটাই ইসলামের সৌন্দর্য, এটাই ভাতৃত্ব।

২০/ কোন একটি অসম্ভব বিষয় কখনোই যেন আপনাকে আতঙ্কিত না করে। বরং তা যেন আপনার রব্বের প্রশংসা করতে, তাঁর নিকট চাইতে ও তাঁর দিকে ফিরে যেতে আপনার জন্য সহায়ক হয়।


আরো পড়ুন-



Post a Comment

Previous Post Next Post