ড. বিলাল ফিলিপ্স এর শিক্ষামূলক কিছু উক্তি (পর্ব-৭)



১/
আপনার ফিতরাত আপনার অভ্যন্তরে জিপিএস এর ন্যায় কাজ করে। সে আপনাকে প্রতিনিয়ত আপনার রব্ব এর দিকের অনুসন্ধান দিয়ে থাকে। এখন আপনি আপনার রব্ব এর দিকে চলবেন কিনা এটা আপনারই পছন্দ।

২/
যখন আপনি হিদায়াত খুঁজে বেড়াবেন তখন আপনি কুরআন ও সুন্নাহকেই আপন করে নিবেন।

৩/
আপনি শত চেষ্টা করেও হয়তো মানুষকে কোন বিষয় সম্পূর্ণ বুঝাতে পারবেন না, তবে খুব সহজেই কিন্তু তা আল্লাহকে বুঝাতে সক্ষম হবেন।

৪/
আপনার পরিবার কতোটা সুন্দর ও সুশৃঙ্খল হবে তা নির্ভর করছে পরিবারের মানুষগুলো ইসলাম সম্পর্কে কতোটা জ্ঞান রাখে ও প্র্যাকটিস করে তার উপর।

৫/
আমরা যখন আমাদের বাচ্চাদেরকে ভদ্রতা শিক্ষা দিতে যাবো তখন অবশ্যই যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার শিক্ষাটা দেই। কারন এটা ব্যতীত আল্লাহর প্রতি বিশ্বাস টিকে থাকে না।

৬/
আপনি যদি সত্যিই জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদ (স) কে অনুসরণ করতে চান তবে অবশ্যই আপনি আপনার স্ত্রীকে সম্মান, শ্রদ্ধা ও দয়া করবেন।

৭/
ইসলামী আইন-কানুনই কেবল একজন মুসলিমের জীবনের ভারসাম্য রক্ষা করতে পারে।

৮/
আল্লাহকে সন্তুষ্ট করতে নিজেকে ব্যস্ত রাখুন। অন্যথায় আল্লাহ্ অসুন্তষ্ট হয় এমন কাজে শয়তান আপনাকে ব্যস্ত রাখবেন।

৯/
নও মুসলিমদের জন্য সমাজে টিকে থাকাটা জন্মসূত্রে মুসলিমদের চেয়ে একটু বেশিই কঠিন হয়। কারণ তাকে তার আত্মীয়স্বজন ছেড়ে নতুনভাবে জীবন সাজাতে হয়। তাই আামাদের উচিত তাদেরকে সহযোগীতা করার এবং কাছে টেনে নেয়ার।

১০/
আপনি যখন অন্যের প্রতি যত্নশীল হবেন, তখন আল্লাহও আপনার প্রতি যত্নবান হবেন।

১১/
যেকোনো পরিস্থিতিতেই প্রতিটা অন্তর পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে তার সহ্য ক্ষমতা অনুযায়ী।

১২/
রমাদানের পুরো মূহর্তটাই গুরুত্বপূর্ণ। শুধু দিনের অংশটুকু নয়, রাতের অংশটুকুতেও রয়েছে আল্লাহর নৈকট্য লাভের মহা-সুযোগ। তাই কোনক্রমেই যেন এ সুযোগ থেকে আমরা বঞ্চিত না হই।

১৩/
সিয়াম আামাদেরকে ক্ষুধার্ত থাকার অনুভূতি বুঝতে শেখায়। তবে আমরা যদি সঠিকভাবে সিয়াম পালন করতে পারি তবে তা আামাদের অন্তরের খোরাক হয়ে যায়।

১৪/
সিয়াম আমাদের কামনা-বাসনাকে নিয়ন্ত্রণ করতে সহযোগীতা করে। তাই নিজেকে পরিবর্তনের এটাই বড় সুযোগ।

১৫/
অতিরিক্ত মেকআপ, টাইট-ফিটিংস ড্রেসআপ, আর সাথে হিজাব পড়া আজকে অনেক মুসলিম মেয়েদের ট্রেন্ড হয়ে দাড়িয়েছে। যা কিনা আল্লাহকে অখুশি করে অন্যকে খুশি করা এবং নিজের নাফস এর দাসত্ব করার বহিঃপ্রকাশ।

১৬/
প্রতিদিন এমন শত শত যুবক-যুবতী মারা যাচ্ছে যারা ভেবে রেখেছিলো বৃদ্ধ হলে আল্লাহর ইবাদত করবে।

১৭/
মুমিনদের প্রতিটা কাজই কোন মানুষের দৃষ্টি কাড়ানোর জন্য না হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া চাই।

১৮/
তাকওয়াই (আল্লাহভীতিই) বিশ্বাসের মূল ভিত্তি। তাই তাকওয়া ব্যতীত ভালোকাজগুলোও হয়ে যায় মূল্যহীন।

১৯/
বিশ্বাস করুন! একমাত্র আপনার পালনকর্তাই আপনার প্রতি কোন প্রকার জুলুম করবেন না।

২০/
যখন আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন, তখন দেখবেন আপনার কঠিন মূহর্তগুলোও সহজ মনে হচ্ছে।

আরো পড়ুন:

বিলাল ফিলিপ্স কালেকশন (পর্ব- ১ থেকে ৬)

Post a Comment

Previous Post Next Post