ইসলামিক কুইজ প্রতিযোগিতা – ২০১৯


১/ দুনিয়াতে থাকতেই জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত সাহাবীর (রা) সংখ্যা কতো?
উ: ১০ (দশ)।

২/ কুরআনের এক তৃতীয়াংশ বলা হয় কোন সূরা কে?
উ: সূরা ইখলাস।

৩/ জান্নাতী নারীদের সর্দার কে হবেন?
উ: ফাতিমা (রা)

৪/ জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে?
উ: নারীদের।

৫/ বর্তমান হিজরী সন কতো?
উ: ১৪৪০ হিজরি।

৬/ কোন মহিলা সাহাবী (রা:) কে আল্লাহ তা'আলা জিবরীল (আ:) মারফত সালাম পাঠিয়েছেন?
উ: খাদিজা (রা)।

৭/ কোন তিনটি সূরা শয়নকালে পড়া অধিক ফযিলতপূর্ণ?
উ: সূরা ইখলাস, ফালাক ও নাস।

৮/ মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদাত কোনটি?
উ: সালাত।

৯/ কোন সাহাবী (রা:) কে উম্মতের আমানতদার উপাধি দেয়া হয়েছিলো?
উ: আবু উবাইদা বিন জাররাহ্ (রা:)।

১০/ শিরক কাকে বলে?
উ: আল্লাহর সাথে কোন কিছু শরীক করাকে শিরক বলে।

১১/ রাসূল (সা) সপ্তাহের কোন কোন দিন নফল সিয়াম পালন করতেন?
উ: সোমবার ও বৃহস্পতিবার।

১২/ বিদআত কাকে বলে?
উ: ইবাদাতের নামে নতুন কিছু ইসলামে চালু করলে।

১৩/ দাজ্জালের কোন চোখ কানা হবে?
উ: ডান চোখ।

১৪/ অন্তরের মদ বলা হয় কোন জিনিসকে?
উ: গানকে।

১৫/ পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী (রা) ইসলাম গ্রহণ করেছেন?
উ: আবু বকর (রা:)।

১৬/ সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে?
উ: মুহাম্মদ (সা)।

১৭/ ফরয সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি?
উ: রাতের (তাহাজ্জুদ) সালাত।

১৮/ জান্নাত ও জাহান্নামের সংখ্যা কতো?
উ: ৮ ও ৭ টি।

১৯/ গোলাম আহমাদ কাদিয়ানী কে ছিলেন?
উ: একজন মিথ্যা নবী দাবীদার।

২০/ কিয়ামতের পূর্বে ক’জন মিথ্যা নবী দাবী করবে?
উ: ৩০ জন।

২১/ তাফসীর ইবনে কাছীর গ্রন্থটির লেখক কে?
উ: ইসমাইল ইবনে কাছীর।

২২/ বিচারদিবসে কয় শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবে?
উ: ৭ শ্রেণী।

২৩/ কোন পাপকর্মটি আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য?
উ: সুদ।

২৪/ কোন পাপকর্মটির চেয়ে মাথায় পেরেক ঠুকে দেয়াটাও ভালো?
উ: কোন বেগানা নারীকে স্পর্শ করা।

২৫/ জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে?
উ: গরীবদের।


প্রাসঙ্গিক বিষয়

5 Comments

  1. ইসলামী ধারণা পাবো

    ReplyDelete
  2. প্রশ্নের উত্তর জানতে পারলাম

    ReplyDelete
  3. ধারণা পাবো

    ReplyDelete
  4. ইসলাম সম্পর্কে জানতে পারলাম

    ReplyDelete
  5. রেফারেন্স কই? রেফারেন্স দিলে ভালো হতো

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post