কিছু আরবী শব্দের বাংলা অর্থ


আমরা প্রতিনিয়ত এমন কিছু আরবি শব্দের সাথে পরিচিত হই যেগুলোর বাংলা অর্থ জানা জরুরি হয়ে উঠে। আসুন আজকে এমন কিছু আরবি শব্দের বাংলা অর্থের সাথে পরিচিত হই-
           

১. বিসমিল্লাহ (بِسْمِ اللّهِ)

বিসমিল্লাহ অর্থ: আল্লাহর নামে শুরু। 
বিসমিল্লাহ বলার তাৎপর্য: আল্লাহর বারাকাহ ও নিরাপত্তা অর্জন।    

২. আলহামদুলিল্লাহ (الْحَمْدُ لِلّٰهِ)

আলহামদুলিল্লাহ অর্থ: সকল প্রশংসা আল্লাহর।  
আলহামদুলিল্লাহ বলার তাৎপর্য: আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করা।        

৩. সুবহানাল্লাহ (سُبْحَانَ اللّٰهِ)

সুবহানাল্লাহ অর্থ: আল্লাহ পবিত্র।
সুবহানাল্লাহ বলার তাৎপর্য: মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করা।     
  

৪. আল্লাহু আকবার (اللّٰهُ أَكْبَرُ) 

আল্লাহু আকবার অর্থ: আল্লাহ সবচেয়ে বড়।
আল্লাহু আকবার বলার তাৎপর্য: আল্লাহর বড়ত্ব ঘোষণা ও সবকিছুর উপরে আল্লাহকে স্থান দেয়া।       

৫. লা ইলাহা ইল্লাল্লাহ (لاَ إِلَهَ إِلاَّ اللّٰه)

লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ: আল্লাহ ছাড়া কোন ইলাহ (মাবুদ) নেই।   
লা ইলাহা ইল্লাল্লাহ বলার তাৎপর্য: আল্লাহর এককত্ব ঘোষণা করা এবং তার সাথে অন্য কাউকে শরীক না করা।       

৬. জাজাকাল্লাহু খাইরান   (ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ)

জাযাকাল্লাহু খাইরান অর্থ: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।      
জাযাকাল্লাহু খাইরান বলার তাৎপর্য: অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।

৭. মাশাআল্লাহ (ما شاء الله)

মাশাআল্লাহ অর্থ: আল্লাহ যেমন চেয়েছেন।
মাশাআল্লাহ বলার তাৎপর্য: আল্লাহর প্রশংসা করা। 

৮. ইনশাআল্লাহ (ان شاء الله)

ইনশাআল্লাহ অর্থ: যদি আল্লাহ চান।
ইনশাআল্লাহ বলার তাৎপর্য: আল্লাহর উপর ভরসা কর। 

৯. আস্তাগফিরুল্লাহ (ﺃﺳﺘﻐﻔﺮ ﺍﻟﻠﻪ)

আস্তাগফিরুল্লাহ অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।
আস্তাগফিরুল্লাহ বলার তাৎপর্য: আল্লাহর নিকট ক্ষমা চাওয়া ও তাওবাহ করা।  

১০.  ফি আমানিল্লাহ্ (في أمان الله)

ফি আমানিল্লাহ অর্থ: আল্লাহর নিরাপত্তায় সোপর্দ করলাম।
ফি আমানিল্লাহ্ বলার তাৎপর্য: আল্লাহর নিকট নিরাপত্তা চাওয়া, ভরসা করা।

১১. নাউযুবিল্লাহ (نعوذ بالله)

নাউজুবিল্লাহ অর্থ: আল্লাহর কাছে এথেকে আশ্রয় চাই।
নাউজুবিল্লাহ বলার তাৎপর্য: মন্দ কিছু শুনলে কিংবা দেখলে এথেকে আশ্রয় প্রার্থনা করা।

১২. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ  (لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ)

অর্থ: আল্লাহর সাহায্য ও সহায়তা ব্যতীত আর কোন আশ্রয় ও সাহায্য নেই।
তাৎপর্য: আল্লাহর এককত্ব ও বড়ত্ব প্রকাশ।  

১৩. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা-জিউন (إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ) 

অর্থ: নিশ্চয়ই আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাবো। 
তাৎপর্য: মৃত্যু ও পরকালের স্মরণ।

১৪. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি  (سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِه)

অর্থ: মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তাঁর জন্য।
তাৎপর্য: আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করা। 

১৫. সুবহানাল্লাহিল আযীম (سبحان الله العظيم)

অর্থ: মহপবিত্র আল্লাহ, যিনি মহান।
তাৎপর্য: আল্লাহর পবিত্রতা ও বড়ত্ব ঘোষণা।    
  

আরো পড়ুন: 

3 Comments

  1. জাযাকাল্লাহ খাইরান

    ReplyDelete
  2. আল্লাহর দিনে প্রবেশ করার আমার বেশি দিন হয়নি। এমতঅবস্থায় এখান থেকে এগুলার মানে জানতে পেরে আমার অনেক উপকার হলো।

    ReplyDelete
  3. মাশাল্লাহ্

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post