নোংরা , অশালীন ছবি , ভিডিও বা পর্ণ সাইটগুলো চিরতরে বন্ধ করার সহজ দুটি কৌশল...
কৌশলঃ ১ (যাদের একটু কম দামি ফোন তাদের জন্য)
কীভাবে Google Chrome এ পর্ণ সাইটগুলো বন্ধ করবেন...
(১) প্রথমে Google Chrome এ গিয়ে লিখবেন www.google.com। তারপর পরবর্তী কাজগুলো পর্যায়ক্রমে করুন-
(২) Google এ ঢুকে নিচে settings অপশনে ক্লীক করবেন।
(৩) ক্লীক করার পর একটা ছোট পেইজ আসবে পেইজটার search settings এ ক্লীক করবেন।
(৪) Search settings এ গিয়ে দেখবেন একদম উপরে লিখা থাকবে Safesearch Filters(?)। ঐখানে সবার মোবাইলে দেখবেন show most relevant results অপশন অন করা আছে। আপনি ঐটাকে Filter explicit results করে দিবেন।
(৫) এরপর একই পেইজের নিচে গিয়ে save অপশনে ক্লীক করবেন।
(৬) এরপর www.google.com Says পেইজ আসবে। ঐখানে ok তে ক্লীক করবেন।
এবার আর একটি কাজ, আপনার বন্ধুর এবং নিকটাআত্মীয়দের ফোন নিয়ে এই কাজটা করে দিবেন, তারা ভাববে বাংলাদেশ থেকে পর্ণ সাইট গুলো বন্ধ করে দিছে যার ফলে তারা আর পর্ণ দেখতে পারবে না, ইন শা আল্লাহ।
(মহান আল্লাহ তাআ'লা ভালো কাজের বিনিময়ে অবশ্যই উত্তম প্রতিদান দিবেন, ইন শা আল্লাহ)
কৌশলঃ ২ (যাদের একটু বেশি দামি ফোন তাদের জন্য)
PERMANENTLY পর্ন সাইট ব্লক করবেন যেভাবে। vpn ব্যবহার করলেও কাজ হবে না।
এটা কপি করে নিবেন বা টাইপ করে লিখলেও হবে।
adult-filter-dns.cleanbrowsing.org
এই বিষয়টা সম্পর্কে জেনে থাকলে অন্যদের বলবেন।
আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে অশ্লীলতা থেকে হেফাজত করুন (আমিন)।
[সংগৃহীত]
Post a Comment