Ticker

6/recent/ticker-posts

Advertisement

ফরয সালাতের পর তাসবীহ পড়ার ৫ টি নিয়ম
ফরজ নামাযান্তে আমরা যে তাসবীহ পড়ি তা ৫টি নিয়মে পড়া যায়- 

(১) সুবহানাল্লাহ ১০ বার, আল হামদুলিল্লাহ ১০ বার এবং আল্লাহু আকবার ১০ বার। (বুখারী)

(২) সুবহানাল্লাহ ৩৩ বার, আল হামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৩ বার। মোট ৯৯ বার। (বুখারী ও মুসলিম)

(৩) সুবহানাল্লাহ ৩৩ বার, আল হামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৩ বার। আর ১ বার বলবে, ‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। (মুসলিম)

(৪) সুবহানাল্লাহ ৩৩ বার, আল হামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৪ বার। মোট ১০০ বার। (মুসলিম)

(৫) সুবহানাল্লাহ ২৫ বার, আল হামদুলিল্লাহ ২৫ বার, আল্লাহু আকবার ২৫ বার এবং লা ইলাহা ইল্লাল্লাহু ২৫ বার। (আহমাদ, নাসাঈ, সহীহ ইবনে খুযায়মা, ইবনে হিব্বান ও হাকেম।)


[মুসলিম ব্যক্তি আমলের ক্ষেত্রে কখনো এটা কখনো ওটা আমল করতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি সহজতার প্রমাণ।]

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ