ড. বিলাল ফিলিপ্স এর শিক্ষামূলক কিছু উক্তি (৮ম পর্ব)



১/ 'কখনো কখনো আল্লাহ তা'আলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি।'


২/ 'আল্লাহর প্রতি আপনার আনুগত্যের দাবি থেকেই আপনাকে নিয়মিত ভালো কাজ করে যাওয়া উচিত।'


৩/ 'যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতোটা সম্ভব এড়িয়ে চলুন।'


৪/ 'আল্লাহর ইবাদাত করতে বৃদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবেন না। যদি আজকেই আপনার শেষ দিন হয় তাহলে ইতিমধ্যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন।'


৫/ 'যেখানে আপনার পাপ অগণিত, সেখানে আল্লার দয়া সীমাহীন। প্রয়োজন শুধু তাঁর দিকে ফিরে আসা।'


৬/ 'একটু ফিরে তাকান, দেখবেন আপনি না চাইতেও আল্লাহ্ তা'আলা আপনাকে অনেক কিছু দিয়েছেন। তাই সর্বদা ই আল্লাহর উপর আস্থা রাখুন।'


৭/ 'আমরা কিভাবে অন্যকে জ্ঞান দিতে যাই যখন আমরা নিজেকেই চিনতে ও বুঝতে পারিনা? তাই আগে নিজেকে জানতে চেষ্টা করুন।'


৮/ 'আমাদের প্রতিদিনের সুস্থতাই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার জন্য যথেষ্ট।'


৯/ 'আল্লাহই আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাইতো তিনি আপনার জন্য নিরাপত্তা প্রহরী হিসেবে ফেরেশতাও নিয়োগ দিয়েছেন।'


১০/ 'আপনার ঈমান অনুযায়ী আল্লাহ্ আপনাকে পরীক্ষা করবেন। তাই যেকোন দুঃসময়ে নিজেকে শান্ত রাখুন।'



Post a Comment

Previous Post Next Post