ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ) এর জীবনী



বাংলাদেশে যেকজন সমসাময়িক ইসলামিক স্কলার ছিলেন কিংবা আছেন তাদের মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে প্রিয় ও সবচেয়ে বেশি মধ্যমপন্থা অনুসরণকারী আলিম ছিলেন শাইখ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ)। তিনি ছিলেন যে কোন দলীয় গোঁড়ামির উর্ধ্বে। জীবীত অবস্থায় তাকে সবাই চিনতে না পারলেও তার মৃত্যুর পর সবাই বুঝতে পেরেছে শাইখ কতোটা জ্ঞানী ও বিচক্ষণ ছিলেন।


শাইখের পুরো নাম ডঃ খোন্দকার আ. ন. ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর। তিনি ছিলেন একাধারে ইসলামী চিন্তাবিদ, টিভি আলোচক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক, বিশিষ্ট ‘আলেমে দ্বীন, গবেষক ও লেখক। তিনি পিস টিভি, ইসলামিক টিভি, এটিএন, এনটিভি, চ্যানেল নাইন সহ বিভিন্ন টিভিতে ইসলামের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেন।


ড. জাহাঙ্গীর ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি ঝিনাইদহের ধোপাঘাট গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা খোন্দকার আনওয়ারুজ্জামান ও মায়ের নাম বেগম লুৎফুন্নাহার।


তিনি ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে ১৯৭৩ সালে দাখিল, ১৯৭৫ সালে আলিম এবং ১৯৭৭ সালে ফাজিল ও ১৯৭৯ সালে হাদিস বিভাগ থেকে কামিল পাস করেন। এরপর তিনি সৌদি আরবের রিয়াদের ইমাম মুহাম্মাদ বিন সাঊদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে অনার্স, ১৯৯২ সালে মাস্টার্স ও ১৯৯৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।


অধ্যাপক ড. খোন্দকার আ ন ম আবদুল্লাহ জাহাঙ্গীর গত ১১ মে ২০১৬ তে এক মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইজি রাজিউন।


তবে তার এ সংক্ষিপ্ত জীবনযাত্রায় আমাদের জন্য রেখে গেছেন বেশ কিছু মূল্যবান উপহার। যা একজন মুসলিমের জীবনকে করে তুলবে আরো গঠনমূলক ও ন্যায়নিষ্ঠ। তার হাতে গড়ে উঠা আস-সুন্নাহ ট্রাস্ট আজও ইসলামের খেদমত করে যাচ্ছে নিরলসভাবে, আলহামদুলিল্লাহ। 


শাইখ আমাদের জন্য রেখে গেছেন বেশ কিছু জ্ঞানগর্ভমূলক বই। যা থেকে আমরা অনেক উপকারী ইলম অর্জন করতে পারবো, ইন শা আল্লাহ্। শাইখ ড খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ) এর কিছু গুরুত্বপূর্ণ বই - 

  1. ইসলামী আক্বিদা
  2. রাহে বেলায়েত
  3. এহাউস সুনান
  4. হাদীসের নামে জালিয়াতি
  5. জিজ্ঞাসা ও জবাব
  6. কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা

এছাড়াও শাইখের রয়েছে বিভিন্ন বিষয়ের উপর কুরআন-সুন্নাহভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা ও লেখনি। কিছু গুরুত্বপূর্ণ লেখনির লিংক নিচে দেওয়া হল -




Related searches: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর বই সমূহ pdf, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর নিহত, ড আব্দুল্লাহ জাহাঙ্গীর কি আহলে হাদিস, ড আব্দুল্লাহ জাহাঙ্গীর এর মৃত্যু, ড আব্দুল্লাহ জাহাঙ্গীর এর উক্তি।


Post a Comment

Previous Post Next Post