যিনা ব্যভিচার বিষয়ক হাদীস



রাসূল (সা:) বলেছেন:

“কোন ব্যভিচারী ব্যভিচারের সময়ে মুমিন অবস্থায় ব্যভিচার করে না। কোন চোর চুরির সময় মুমিন অবস্থায় চুরি করে না। কোন মদখোর মদ খাওয়ার সময় মুমিন অবস্থায় মদ পান করে না, কোন লুন্ঠনকারী লুন্ঠন করার সময় মুমিন অবস্থায় লুন্ঠন করে না।" -[বুখারী, মুসলিম ও আবু দাউদ]


সুতরাং যিনা/ব্যভিচার একটি কবিরা গুনাহ। আর এজন্য অবশ্যই তাওবা করতে হবে এবং শরীয়াহ মোতাবেক শাস্তি পেতে হবে। 


রাসূল (সা:) আরো বলেছেন:

“কোন ব্যক্তি যখন ব্যভিচার করে, তখন তার ভেতর থেকে ঈমান বেড়িয়ে যায়, এরপর তা তার মাথার উপর ছায়ার মত অবস্থান করতে থাকে। এরপর সে যখন তা থেকে তাওবা করে, তখন তার ঈমান পুনরায় তার কাছে ফিরে আসে।" -[আবু দাউদ]


হযরত আবদুর রহমান ওরফে আবু হিররিন (রাদি:) থেকে বর্ণিত, রাসূল (সা:) আরো বলেছেন:

“যে ব্যক্তি ব্যভিচার করে অথবা মদ পান করে, আল্লাহ তার কাছ থেকে ঈমান ঠিক এমনভাবে কেড়ে নেন, যেমন কোন মানুষ তার মাথার উপর দিয়ে জামা খুলে থাকে।”


রাসুল (সা:) আরো বলেছেন:

“কিয়ামতের দিন আল্লাহ তিন ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠোর শাস্তি নির্ধারিত থাকবে। তারা হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরীব।” -[মুসলিম ও নাসায়ী]


ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন:

আমি বলেছিলাম: 'হে আল্লাহর রাসূল! আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কী?'

তিনি (সা:) বললেন: 'আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করা।'

আমি বললাম: 'এটা নিশ্চয়ই জঘন্যতম গুনাহ। তারপর কী?'

তিনি (সা:) বললেন: 'তোমার সন্তান তোমার সাথে আহারে বিহারে অংশ নিবে এ আশংকায় সন্তানকে হত্যা করা।'

আমি বললাম: 'এরপর কী?'

তিনি (সা:) বললেন: 'তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া।' -[বুখারী ও মুসলিম]


ব্যভিচারীর শাস্তি

ব্যভিচারের জন্য আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি ঘোষণা করেছেন। যদি এই গুনাহকারী বিবাহিত হয় তাহলে তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে ১০০ বেত্রাঘাত করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এটাও জানিয়েছেন, যিনাকারীদেরকে কবরে শাস্তি দেয়া হবে।



People also search for: স্ত্রী যদি জিনা করে, যিনার হাদিস, যেনা থেকে বাঁচার উপায়, ব্যভিচার কি আল্লাহ ক্ষমা করেন, ব্যাভিচারের শাস্তি, গোপনে যেনা করলে তিনটি বিপদ আসবেই, বিয়ের আগে যিনা, যিনা মাফের দোয়া। 

Post a Comment

Previous Post Next Post