কঠিন কাজ সহজ করার জন্য দুআ এবং আমল



(১) তাক্বওয়ার পুরষ্কারঃ

আল্লাহ সুবহা'নাল্লাহু তাআ'লা বলেন,

وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجۡعَل لَّهُۥ مِنۡ أَمۡرِهِۦ يُسۡر

“আর যে ব্যক্তি আল্লাহর তাক্বওয়া অবলম্বন করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন।” সূরা আত-ত্বালাক্বঃ ৪।

_______________________________

(২) কঠিন কাজে পতিত হলে রাসূলুল্লাহ ﷺ যে দুআ পড়তেনঃ

اَللّٰهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلاً، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلاً

উচ্চারণঃ আল্লা-হুম্মা লা সাহলা ইল্লা মা জা‘আলতাহু সাহলা। ওয়া আংতা তাজ্‘আলুল হাযনা ইযা শি’তা সাহলা।

অর্থঃ হে আল্লাহ! কোন কাজই সহজ নয়, তা ছাড়া যা তুমি সহজ করেছ। আর যখন তুমি ইচ্ছা করো তখন দুশ্চিন্তাকেও সহজ (অর্থাৎ দূর) করতে পারো।

উৎসঃ সহীহ ইবন হিব্বানঃ ২৪২৭, (মাওয়ারিদ), ইবনুস সুন্নীঃ ৩৫১। হাফিয ইবন হাজার আসকালানী রহি'মাহুল্লাহ বলেছেন, এই হাদীসটি সহীহ। এছাড়া শায়খ আব্দুল কাদির আরনাউত ইমাম নওয়াবীর আযকার গ্রন্থের তাখরীজে (পৃ. ১০৬) একে সহীহ বলে মত প্রকাশ করেছেন।

_______________________________

(৩) মূসা আ'লাইহিস সালামের দুআঃ

মূসা আ'লাইহিস সালাম যখন আল্লাহর কালাম লাভের গৌরব অর্জন করলেন এবং নবুওয়াত ও রিসালাতের দায়িত্ব লাভ করলেন, তখন তিনি এই গুরু দায়িত্ব পালনের জন্য নিজ সত্ত্বা ও শক্তির উপর ভরসা ত্যাগ করে স্বয়ং আল্লাহ তাআ'লার সাহায্যের মুখাপেক্ষী হলেন। আল্লাহ তাআ'লার কাছে তিনি এই বলে দুআ করেছিলেন,

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي

وَيَسِّرْ لِي أَمْرِي

উচ্চারণঃ রব্বিশ-রহ’লী ছদরী। ওয়া ইয়াসসিরলী আমরী।

অর্থঃ হে আমার পালনকর্তা! আমার বক্ষকে প্রশস্ত করো। আর আমার কাজ সহজ করে দাও। সূরা ত্বহাঃ ২৫-২৬।

_______________________________

(৪) আসহাবে কাহফ বা গুহাবাসী যুবকদের দুআঃ

আসহাবে কাহফ বা গুহার অধিবাসী যুবকেরা তাদের দ্বীনকে রক্ষা করার জন্যে জালিম বাদশাহ এবং মুশরিক জাতির কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন। তাঁদের ভয় ছিল যে, না জানি তারা তাদেরকে তাদের দ্বীন থেকে বিভ্রান্ত করে ফেলে। পালিয়ে গিয়ে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। তখন তারা এই ঐতিহাসিক দুআ করেছিলেন যা ক্বুরআনে উল্লেখিত হয়েছে,

رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

উচ্চারনঃ রব্বানা আতিনা মিল্লাদুংকা রহ'মাতাওঁ-ওয়া হাইয়্যি' লানা মিন আমরিনা রশাদা।

অর্থঃ হে আমাদের পালনকর্তা! আমাদেরকে তোমার নিজের কাছ থেকে রহমত দান করো আর আমাদের জন্যে আমাদের কাজগুলো সঠিকভাবে পূর্ণ করো। সূরা আল-কাহফঃ ১০।

_______________________________

(৫) কাজ সহজ করার জন্য দুআঃ

رَبِّ يَسِّر وَلَا تُعَسِّر

উচ্চারণঃ রব্বি ইয়াসসির, ওয়ালা তুআ’সসির।

অর্থঃ হে আমার রব্ব! আপনি আমার জন্য বিষয়টি সহজ করো, আমার জন্য কঠিন করো না।

উল্লেখ্য, এটা ক্বুরআন ও হাদীসে বর্ণিত কোন দুআ নয়, তবে এই দুআর অর্থ সুন্দর।

প্রশ্ন করা হয়েছিল, "এইভাবে দুআ করা কি জায়েজ?"

اللهم يسر ولا تعسر

উচ্চারণঃ আল্লাহুম্মা ইয়াসসির, ওয়ালা তুআ’সসির।

অর্থঃ হে আল্লাহ! আপনি আমার জন্য বিষয়টি সহজ করে দিন, কঠিন করবেন না।

উত্তরঃ "হ্যা, এইভাবে দুআ করা জায়েজ, এই দুআ করতে কোন সমস্যা নেই। যে কোন কাজ সহজ কিংবা কঠিন হওয়া আল্লাহ সুবহা'নাহু তাআ'লার নির্ধারণ।

আল্লাহ তাআ'লা বলেন,

وَإِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِنْدِ اللَّهِ وَإِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِنْدِكَ قُلْ كُلٌّ مِنْ عِنْدِ اللَّهِ فَمَالِ هَؤُلَاءِ الْقَوْمِ لا يَكَادُونَ يَفْقَهُونَ حَدِيثًا

যদি তাদের কোন কল্যাণ ঘটে, তখন তারা বলে, এটা আল্লাহর তরফ হতে। পক্ষান্তরে যদি তাদের কোন অকল্যাণ ঘটে তখন বলে, ‘এটা তো তোমার (অর্থাৎ নবী ﷺ-এর) পক্ষ হতে।’ (হে নবী ﷺ!) আপনি বলে দিন, ‘সবকিছু-ই আল্লাহর তরফ হতে (নির্ধারিত)।’ এই জাতির লোকদের কী হলো যে, তারা কোন কথাই বুঝতে পারে না। সূরা আন-নিসাঃ ৭৮।

وبالله التوفيق، وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم.

উৎসঃ আল-লাজনাতুদ-দাইয়ি'মাহ লিল বুহূষী আল-ইলমিয়্যাহ ওয়া আল-ইফতাঃ ৪২/৮৭১।

সম্মানিত মুফতিবৃন্দের নামঃ

(১) শায়খ বকর আবু জায়েদ রহি'মাহুল্লাহ (সদস্য),

(২) শায়খ সালিহ আল-ফাওযান হা'ফিযাহুল্লাহ (সদস্য),

(৩) শায়খ আব্দুল্লাহ ইবনে গুদাইয়্যান রহি'মাহুল্লাহ (সদস্য),

(৪) শায়খ আব্দুল আযিয বিন আব্দুল্লাহ আলে-শায়খ হা'ফিযাহুল্লাহ (কমিটির প্রধান)।

Post a Comment

Previous Post Next Post