আযানের সুন্নাত সমূহ


আল্লামা ইবনুল কাইয়্যিম রহ. যাদুল মাআ‘দ কিতাবে বলেন, আযানের সুন্নাত পাঁচটি।
১। যখন মুয়ায্যিন আযান দেয় তখন তার মতো আযানের বাক্যগুলো বলা। তবে মুয়াজ্জিন যখন বলবে, 'হাইয়্যা আলাস সালাহ, হাইয়্যা আলাল ফালাহ' তখন শ্রোতা বলবে- 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ'। -(বুখারী ও মুসলিম)
রাসূল স. বলেন, যে ব্যক্তি আযানের জবাব দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। -[মুসলিম]

২। আযানের পর এই দোআ পড়া,
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন সত্য মা’বুদ নাই। তিনি একক, তাঁর কোন শরীক নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর রাসূল। আল্লাহকে প্রতিপালক পেয়ে আর ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি।’ [মুসলিম: ৩৮৬]

৩। আযানের জবাব দেওয়ার পর দুরুদ শরীফ পড়া। তবে দুরুদে ইব্রাহিমী পড়া ভাল। রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
মুয়ায্যিনের আযান শুনে তোমরাও তার মত করে বল, এরপর আমার উপর দুরুদ পড়। কেননা, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাযিল করেন। -[মুসলিম: ৩৮৪]

৪। আযানের দোআ পড়া।
হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান এবং এই প্রতিষ্ঠিত নামাযের তুমিই প্রভু। হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দান কর সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা। আর তাকে প্রতিষ্ঠিত কর প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। -[বুখারী: ৬১৪]

৫। এরপর নিজের জন্য দোআ করবে। আল্লাহ তাআলার অনুগ্রহ চাইবে। কেননা আল্লাহ তাআলা তার দোআ তখন কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
মুয়াযযিন আযানে যা বলে তুমিও তার অনুরূপ বলবে। এরপর আল্লাহ তাআলার নিকট চাও, তোমাকে দেওয়া হবে। -[আবু দাউদ: ৫২৪]

Post a Comment