[১]
একবার উমর বিন খাত্তাব রাঃ উবাই বিন কাব রাঃ-কে প্রশ্ন করলেন, "তাকওয়া কি?"
--"কাঁটাযুক্ত দুর্গম পথে চলার সুযোগ কোনোদিন আপনার ঘটেছে কি?"
--"জ্বী, হ্যাঁ।"
--“সেখানে আপনি কি করেন?"
--"কাপড় ও শরীরকে কাঁটা হতে রক্ষার জন্য সতর্কতা অবলম্বন করি।" তখন উবাই বিন কাব রাঃ বললেন, "ঐ রকমই নিজেকে (গোনাহ থেকে) রক্ষা করার নাম হলো তাকওয়া।"
[২]
মুত্তাকীন তারা, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে শিরক হতে দূরে থাকে এবং আল্লাহর নির্দেশ মেনে চলে: [ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু]
(তাফসীরে ইবনে কাসীর)
[৩]
"এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হিদায়াত।" [২:২]
তারপর আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা মুত্তাকীদের ৫ টি গুণ উল্লেখ করে বলছেন, "তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফলকাম।" [২:৫]
মালিক আমাদেরও মুত্তাকী হিসেবে কবুল করুন।
আ_মীন, জাযাকাল্লাহ
ReplyDeletePost a Comment